অমৃতশঙ্খের মতন মন্দিরের বেদীতে
চুপ করে পড়ে থাকে আমাদের
সেইসব আশ্চর্য শরৎসকাল-
নীলকন্ঠের ডানার মতন আকাশে
শান্ত হয়ে ভাসতে ভাসতে চলে
রুপোলী পাড়ওয়ালা পালকমেঘেরা।
সেইসব সকালের আর মৃত্যু হবে না,
তারা সময়-স্রোতের উপর দিয়ে তরতর করে
ভেসে চলেছে স্মৃতি-মঞ্জুষায়।
সংসার ঢেকেছে আঁধির ধূলায়
মাঠ বন দীঘি মরেছে ইঁটের নখরে
ধোঁয়াটে আকাশে ধুলিচন্দ্রমা, নক্ষত্রেরা অদৃশ্য।
তবু অমৃতশঙ্খের মতন বেঁচে আছে
আমাদের চিরন্তন শারদবেলা-ভবন,
আমাদের স্বপ্নের সরোবর সড়ক
আমাদের না দেখা নীলপর্বত।
একদিন তারা হয়তো ফিরে আসবে
নতুন কোনো জন্ম নিয়ে।
আমাদের হেমন্তের শিরশিরে বেগুনী সন্ধ্যায়
যখন গোপণ গর্ভগৃহে ঘৃতপ্রদীপ জ্বলে,
যখন আকাশ ভরে যায় যাযাবর বিহঙ্গের ডানার ধ্বনিতে-
সেইখানে অনন্ত গহীন ছায়ার ভিতরে
লুকানো আছে কি সেই জীয়ন-মন্ত্র?
Thursday, January 16, 2014
Subscribe to:
Posts (Atom)