অনন্ত আকাশপ্রান্তরে 
 এখন দপদপ করছে নক্ষত্ররাত্রি,
চিরন্তন সেই রহস্য দীপাবলির 
 ঝিকমিকি আলোর তলায় দাঁড়িয়ে- 
তোমার হাতে হাত রেখে শপথ করি 
আজীবনের বিশ্বস্ততা ও ভালোবাসার। 
 আমার এই ক্ষুদ্র ক্ষণায়ু জীবন, 
কতবার জ্বলে ওঠে, কতবার ফুরায়-
অনন্তের নখপ্রান্তে একটুখানি ফুলকির মতন,
জন্মে জন্মে কতবার নতুন করে শপথ করি, 
সেসব কি তুমি মনে রাখো? 
Wednesday, October 28, 2015
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment