Tuesday, November 17, 2020

ভোরের নৌকো

ভোরের নৌকো ভরা কুসুম কুসুম রোদ- ঘাটের মন্দির থেকে শঙ্খে শঙ্খে অলৌকিক মর্মধ্বনি বাজে- শিশির শুকিয়ে আসে পাতায় পাতায়, কোমল সূর্যরেখা কড়া হয়ে ওঠে। মাঠভরা ধানীরঙে বেজে ওঠে ছুটির সকালের ম্যাজিক- হু হু হাওয়ায় সবুজ আঁচলের উড়ালী নৃত্য

No comments: