আকাশের ভিতরে আরও গহীন আকাশে
ব্যপ্ত হয়ে আছে অধরা আলোর দিব্যকথকতা ।
দৃষ্টির সীমার ওপারে যেখানে এই
অরণ্যহৃদয়ে মর্মরিত হাওয়া নেই,
নেই এই অমেয় জল
নদী দিঘি সমুদ্রশরীরে,
দিকদিগন্ত ছেয়ে আসা
এই নক্ষত্রমঞ্জরিত রাত্রি নেই -
এসবের পরপারে বিছিয়ে আছে
সেই গভীর, গভীরতর অন্য আকাশ ।
No comments:
Post a Comment