আমি একটা নদী খুঁজছিলাম,
স্নিগ্ধ এক সজল স্রোতস্বিনী,
কিনারে রুদ্রপলাশ গাছ এই বসন্তে
ফুল্লকুসুমিত হয়ে ঝলমল করছে।
ভেবেছিলাম ঐ নদীর পাশেই
নির্জনে তোমার দেখা পাবো ।
সারাদিন কেটে যাবে রৌদ্রের ঘ্রাণে,
আর গাছে গাছে বাতাসের মর্মরে।
তারপরে যখন সন্ধ্যা নামবে-
তখন আকাশভরা তারার নিচে
নদীর কিনার ধরে হাঁটতে হাঁটতে
একে একে আমরা চিনতে থাকবো নক্ষত্রদের,
কালপুরুষের জ্বলজ্বলে কাঁধে রাঙা আর্দ্রা
পায়ের কাছে উজ্জ্বল নীল বাণরাজা -
একটু দূরে তীব্র লুব্ধক,
আরেকটু দূরে দুই পুনর্বসু-
উত্তরে সপ্তর্ষির সাত তারার
অনন্ত জিজ্ঞাসাচিহ্ন ছুঁয়ে-
সোজা চলে যাবো ধ্রুবতারায়।
কিন্তু সেই আশ্চর্য নদীটা
কিছুতেই যে খুঁজে পাওয়া যাচ্ছে না !
Tuesday, March 15, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment