Tuesday, March 15, 2016

বর্ণমালা

এই প্রিয় বর্ণমালা,
তার মায়াময় শরীরে নদীর ঢেউ-
তার চোখে আকাশের জ্যোতিরুৎসব
তার হৃৎপিন্ডের ধক-ধক
সমুদ্রের তরঙ্গভঙ্গের মতন সুরেলা।
তার গানে ভোর হয়-
তার গানে সন্ধ্যা নামে।
আমি তার কাছে গিয়ে
চুপ করে বসি।

যেমন মায়ের কাছে গিয়ে
নতজানু হয়ে বসতাম-
মাথা রাখতাম কোলের উপরে,
কুরুশকাঠি পাশে রেখে দিয়ে
আমার চুলে বিলি দিত মা।
আটপৌরে শাড়ীর নরম ভাঁজে
ধূপের গন্ধ, চন্দনের স্নিগ্ধতা
বড় প্রিয়, বড় মায়াময়।

তেমনই প্রিয় এই বর্ণমালা-
বর্ণমালাই আশ্রয় ,বর্ণমালাই স্বদেশ
বর্ণমালাই হৃদয়ের জন্মভূমি,
জ্বলজ্বলন্ত নক্ষত্ররাজি নিয়ে
অশেষ হয়ে বিছিয়ে আছে
আকাশে আকাশে।

No comments: