তোকে ছেড়ে যাইনি কখনও 
 সবসময়েই কাছে কাছে থাকি,
একসাথেই কলাপাতায় সাজিয়ে দিই 
 চাট্টি গরম ভাত, এক হাতা মুসুর ডাল 
 একচিমটি লবণ, একটুকরো পাতিলেবু-
খেতে খেতে কত কথা হয় 
 হাসিকথা দুঃখকথা আনন্দকথা ব্যথাকথা
 তবু তুই ভয় পাস আমি দূরে যাবো বলে?
সেই যে তোর বুকের মধ্যে লেবুপাতার গন্ধ ছিল-
আমি বলতাম তোর মধ্যে লেবুর বাগান বুঝি?
 
আছে সেই বাগান এখনও?
ঐ যে আমাদের সজনেগাছে 
 থাকতো দুটি কাঠবেড়ালী?
সজনেতলায় দৌড়োদৌড়ি করে 
 খেলে বেড়াতো ঝিমদুপুরে? 
ওরা কোথায় আজ? 
ঐ যে টালির চালের ঘরে 
 
 বাসা বানাতো দুই চড়াইপাখি? 
আমরা ওদের নাম দিয়েছিলাম 
 ইমন আর রূপসা? 
ওরা কোথায় গেল?
আমি আজ পাহাড়ী নদীতীরে 
 তুই আজ দূর সমুদ্রের কিনারায়-
তবু কিন্তু কাছে কাছে থাকি আমরা।
 ইমন রূপসা কাঠবেড়ালী লেবুর বাগান-
সবাই আছে আমাদের ঘিরে-
বাইরে নাই বা রইলো! 
তোকে ছেড়ে যাইনি কখনও-
কাছে কাছেই আছি,
কাছে কাছেই থাকি। 
 চিরদিন।
Friday, September 4, 2015
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment