ছোট্টো একটা কচিমুখের
দুধে-দাঁত ঝিকমিকানো হাসি
একবার আমাকে ফিরিয়ে এনেছিল
ধূসর বিস্মৃতির ভয়ংকর বালিয়াড়ি থেকে,
সবুজের ছায়াজাল আঁকা স্মৃতির সরণীতে।
আকাশি জমিনের উপরে লাল বুটি বুটি দেওয়া
তাঁতের শাড়ীখানার চেনা সুগন্ধ
একবার আমাকে ফিরিয়ে এনেছিল
তামসী রাত্রির অন্ধকারযাত্রা থেকে
কোমল ভোরের শিশির-টলটল আলোয়।
শিরতোলা দুটি ঝিনুকের খোলা পাশাপাশি সাজানো ছিল
দেখনবাক্সের কাচের দেওয়ালের ভিতরে,
কোনোদিন হয়তো ইচ্ছেমুক্তো ছিল
ওদের কবেকার ভুলে যাওয়া শরীরে।
একদিন ওদের দিকে তাকিয়েই ফিরে এসেছিলাম
প্রতিদিনের মাটি-বালি-পাথরের সংসারে,
ঝড়ের সমুদ্রকে বিদায় জানিয়ে লবণাক্ত অশ্রুর অর্ঘ্যে।
Friday, September 4, 2015
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment