ক্লান্তি আমার ক্ষমা করো যদি বলি
করবে কি ক্ষমা, ধরবে কি এসে হাত?
কবে কোথায় হারিয়েছে ধূলিখেলা
কোন্ অমারাতে লুকিয়ে গিয়েছে চাঁদ।
এখনো অনেক পথ তো রয়েছে বাকি
দু'পায়ে এখনই এত যে ক্লান্তি কেন!
খররৌদ্রের দুপুর এখনও ঢলেনি
এখনই দু'চোখে এত ঘুম নামে কেন?
পথের গোলাপ তৃষ্ণা নিয়েছে ছিঁড়ে
নগ্ন দু'পায়ে কেবলই কাঁটারা ফোটে,
গোড়ালি ছাপিয়ে অবুঝ রক্ত ঝরে,
বুকের পুকুরে নিঝুম দুপুর জোটে।
ক্লান্তি আমার ক্ষমা করো যদি বলি,
আসবে কি তুমি, ধরবে কি এসে হাত?
স্মৃতিবেদনার গহীন প্রহর থেকে
উদ্ধার করে ঘুচাবে কি পরমাদ?
Friday, September 4, 2015
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment