Friday, September 4, 2015

স্বর-ব্যঞ্জন লিপি

একপাতে রাখা স্বরলিপি আর
অন্য পাতায় ব্যঞ্জন,
থালায় সাজানো জরিবুটি ঘিরে
বোবা শরীরের রঞ্জন।

জ্বলেছে পুড়েছে তন্দুর আর
উঠেছে আগুন গনগন,
মশলার ঝাঁঝ চোখেমুখে আর
হাতে হাতা বেড়ি ঝন্‌ঝন্‌ ।

ছুরি কাঁচি বঁটি কুড়ুনি
খুঁড়ে খুঁড়ে গেছে নন্দন,
পাথরফলার ডান্ডায়
শিলে বাটা হলো ক্রন্দন।

গেলাসে গেলাসে নোনাপানি আর
টুকরো লেবুর স্পন্দন,
উড়েছে ঘুরেছে চাপা ছাই
আর চৈত্রবনের চন্দন।

No comments: