তোমার মুখ আলোকিত নীল
তোমার চোখে রোদ্দুরের জরির কাজ
কপালে, চিবুকে আনন্দের চন্দনসাজ।
আমি মাটির ঘর থেকে সসঙ্কোচে
লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখি-
আর সাবধানে দীর্ঘশ্বাস গোপণ করে
নিজের মাটিমাখা হাতের দিকে তাকাই।
দু'হাতে ভেজা মাটি ছেনে যথাসাধ্য যত্নে
ছোট্টো ছোট্টো মাটির পুতুল বানাই।
কড়া রোদ্দুরে শুকিয়ে নিয়ে
ওদের গায়ে রঙ দিই,
নীল রঙ, সোনালি রঙ, সাদা রঙ-
স্বপ্ন দেখি একদিন সেই নীলে আকাশ ফুটবে
সেই সোনালিতে রোদ্দুরের ঝিকিমিকি,
সেই সাদায় আনন্দের জ্যোৎস্না ফুটে উঠবে।
কিছুই ফোটে না,
আমার মাটির পুতুলেরা
ব্যথানীল হয়ে দাঁড়িয়ে থাকে শুধু।
Friday, September 4, 2015
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment