Saturday, April 30, 2016

বৃষ্টিসম্ভবা

তুমি আসবে বলে বার্তা পাঠালেই
বৃষ্টিসম্ভবা মেঘে ভরে ওঠে নিদাঘ-আকাশ,
দহনদুপুর জুড়িয়ে যায় সজল শ্যামছায়ায় ।

তোমার আসার সময় হলেই
রঙে ভরে ওঠে বিবর্ণ শূন্যতা-
প্রজাপতিরা দলে দলে ডানা কাঁপিয়ে
বাতাসের মঞ্চে যৌথনৃত্যে মেতে ওঠে ।

অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে যখন ঘুমিয়ে পড়ি,
তখন তুমি আসো আলৌকিক আলোর বারান্দায়,
তোমার পায়ে নক্ষত্রের নুপূর বেজে ওঠে-
ঘুমের পর্দা সরিয়ে আমার আর দেখা হয় না ।

No comments: