Saturday, April 30, 2016

অশ্বত্থ

আকাশে দপদপ করছে বৈশাখের সূর্য
আর আমি কেবলই খুঁজছি ছায়া-
দিঘির পাশে যে নাতিপ্রাচীন অশ্বত্থ গাছটা ছিল,
ওর ঠান্ডা ছায়াটুকু পেয়ে গেলেই
সেখানে ঘাসের উপরে এলিয়ে পড়ে
শান্ত বিশ্রামে তলিয়ে যাবো ।
কিন্তু- সেই অশ্বত্থ কোথায়? নেই আর?
কিন্তু ও তো তেমন বুড়ো হয় নি !

No comments: