Saturday, April 30, 2016

সূর্যের বাঁশি

তোমার কথারা ব্যথার অন্তঃপুরে
রূপকথা বোনে পলাশপ্রহর জুড়ে ।
সে রূপকথায় সূর্যের বাঁশি বাজে
গহীনের গান অলীক আখরে সাজে ।
সেই রূপকথা অরূপবীণার তারে
অফুরান ছোঁয়া রেখে যায় বারে বারে।

No comments: