যখন রেশমী রোদ্দুরে ভেসে যায় আদিগন্ত পৃথিবী,
 
সূর্যপিয়াসী তরুণ গাছেরা যখন 
 
 সাগ্রহে মেলে ধরে নতুন কিশলয়ের গুচ্ছ- 
 
তখন নীল হাওয়ার মধ্য দিয়ে 
 
 একঝাঁক পাখি খুশি-খুশি ডানা মেলে উড়াল দিলেই -
 
আমার রঙীন সুতোগুলো সব জড়িয়ে যেতে থাকে, 
 
আর ছড়িয়ে যেতে থাকে ছকের বাইরে । 
 
 চেনাজানা নকশাগুলো নিমেষের মধ্যে 
 
 আশ্চর্য অচেনা হয়ে যায় । 
 
 
Saturday, April 30, 2016
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment