Saturday, April 30, 2016

কৃষ্ণ-কথাকলি

একদিন মাঝরাতে খাঁচার দরজা খুলে যাবে,
আকাশে গোল ঘড়ির মতন
একটা নীলাভ চাঁদ ঝুলে থাকবে।
আর, দুই পাখি গল্প করতে করতে উড়ে যাবে-
যাদের নাম দিয়েছিলাম কৃষ্ণকলি আর কথাকলি।

No comments: