Sunday, April 3, 2016

নক্ষত্রের ঝরোখার ওপাশ থেকে

নক্ষত্রের ঝরোখার ওপাশ থেকে তুমি দেখছ
কেমন সারি সারি রাজহাঁসের মতন মেঘদল
উড়ে যাচ্ছে জোরালো হাওয়ায় ।
তারও নিচে মাটির পৃথিবী ঝড়ে উথাল পাথাল,
উল্টে পাল্টে এলোমেলো হয়ে যাচ্ছে
বসন্তের গাছেদের নতুন পাতার পালকগুলো,
কুসুমমঞ্জরী থেকে উড়ে যাচ্ছে রাশি রাশি
গোলাপী সাদা নীল বাসন্তী পাপড়ি -
বনতল ঢেকে যাচ্ছে পুষ্পবর্ষণে ।
শুধু স্ফটিকের ঘরে এখনও
ঘুম ভাঙলো না আনন্দময়ীর ।

No comments: