Sunday, June 15, 2014

বৃষ্টিঘ্রাণ

ঝাঁঝালো রোদ্দুরে শহর জ্বরে পোড়ে
পাথুরে ফুটপাথে আগুন ঢল,
হঠাৎ ঝড় রঙে তোমার কথা এলে
ক্লান্ত সন্ধ্যাটি সুরবিভল।

রূপোর ক্রীতদাসী খোলস ঝেড়ে ফেলে
আকুল মুখে মাখে বৃষ্টিঘ্রাণ,
স্মৃতির ঝাঁপি খুলে হারানো মালা তুলে
ছায়ার দিঘিটিতে অলীক স্নান।

মেঘ তো সেদিনও এমনই ছিল নীল
এমনই বুকে ছিল বজ্রবীণ,
হঠাৎ খাঁচা ভেঙে আলোর ডানা মেলে
কথারা পাড়ি দিল ঠিকানাহীন।

সেসব কথাদের শ্রোতা তো ছিল কেউ
কেউ তো শুনেছিল মেঘলা গান,
হঠাৎ ঝড় রঙে তোমার কথা এলে
চমকে জেগে ওঠে ঘুমানো প্রাণ।

No comments: