Tuesday, November 17, 2020

ভোরের নৌকো

ভোরের নৌকো ভরা কুসুম কুসুম রোদ- ঘাটের মন্দির থেকে শঙ্খে শঙ্খে অলৌকিক মর্মধ্বনি বাজে- শিশির শুকিয়ে আসে পাতায় পাতায়, কোমল সূর্যরেখা কড়া হয়ে ওঠে। মাঠভরা ধানীরঙে বেজে ওঠে ছুটির সকালের ম্যাজিক- হু হু হাওয়ায় সবুজ আঁচলের উড়ালী নৃত্য

আকাশের ভিতর

আকাশের ভিতরে আরও গহীন আকাশে ব্যপ্ত হয়ে আছে অধরা আলোর দিব্যকথকতা । দৃষ্টির সীমার ওপারে যেখানে এই অরণ্যহৃদয়ে মর্মরিত হাওয়া নেই, নেই এই অমেয় জল নদী দিঘি সমুদ্রশরীরে, দিকদিগন্ত ছেয়ে আসা এই নক্ষত্রমঞ্জরিত রাত্রি নেই - এসবের পরপারে বিছিয়ে আছে সেই গভীর, গভীরতর অন্য আকাশ ।